ডাব চিংড়ী

Copy Icon
Twitter Icon
ডাব চিংড়ী

Description

Cooking Time

Preparation Time :45 Min

Cook Time : 15 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 6
  • 300 গ্রাম চিংড়ী মাছ


  • 2 টি কচি সাস ওয়ালা ডাব


  • 1 টেবিল চামচ সাদা সরসে বাটা


  • 1 টেবিল চামচ পস্ত বাটা


  • 1 টেবিল চামচ কাজু বাটা


  • 2 টেবিল চামচ নারকল করা


  • 1টি ডাবের সাস পেস্ট করা


  • 3/4টে চেরা কাচা লনকা


  • 3/4. টে গটা কাচা পাকা লনকা


  • 2 টেবিল চামচ সরসের তেল


  • 1 চা চামচ লবন


  • 1/2 চা চামচ হলুদ


  • 1/2 চা চামচ চিনি


  • 1 টি গোটা সাস ওয়ালা ডাব

Directions

  • প্রথমে চিংড়ী মাছ গুলো ভালো করে ধুএ নুন হলুদ মেখে রাখতে হবে
  • এবার 1 চা চামচ তেল দিএ মাইক্রো ওভেন 1মি দিয়ে নামিএ নিতে হবে
  • 1টি ওভেন বওল এ মাছ গুলো নিতে হবে
  • একে একে সরসে,কাজু,পস্ত বাটা, নুন,হলুদ,চিনি,কাচালনকা চেরা, ডাবের সাস পেস্ট, নারকল করা, সরসের তেল দিএ ভালো করে মেখে রাখতে হবে 30 মি
  • এবার ওই সাস ওয়ালা ডাবের ভিতর মাছ মাখাটা দিএ ওপর থেকে আরও একটু তেল আর গোটা লনকা দিএ মুখটা আটকে দিতে হবে
  • মাইক্রও ওভেন বওল এ 1গ্লাস জল দিএ ডাবটা বসিএ মাইক্রো মড এ 15 মি পাওয়ার দিএ নামিএ নিতে হবে
  • ঠান্ডা হলে ডাবের ভিতর থেকে সাস সুদ্ধ বার করে গরম ভাতে পরিবেশন করতে হবে

Follow

#Tags